ডায়াবেটিস ও অতিরিক্ত ওজন (Obesity) নিয়ন্ত্রণের ঔষধ “Orsema” injection
বর্তমান সময়ে বাংলাদেশে ডায়াবেটিস ও অতিরিক্ত ওজন (Obesity) নিয়ন্ত্রণে যুগান্তরকারী সবচেয়ে দ্রুত কার্যকর ঔষধ হলো “Orsema injection” যেটিতে Ozempic Injection এর মতো semaglutide নিহিত রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সেবার বাজারে Ozempic Injection (Semaglutide) অতিরিক্ত ওজন কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহায়ক ঔষধ হিসেবে খুবই পরিচিত।
তারই অনুকরণ করে আমাদের দেশীয় একটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড Orsema injection (ওরসেমা ইনজেকশন) নামের ওষুধ বাজারজাত করেছে।
যেটি আমাদের দেশীয় ডায়াবেটিস রোগীদের জন্য এবং অতিরিক্ত ওজন সম্পন্ন মানুষদের জন্য খুবই ভালো একটি সেবা প্রদান করবে।
Orsema injection ও Ozempic Injection ব্যবহারের সঠিক নিয়ম।
ইনসেপটা ফার্মাসিউটিক্যালস কর্তৃক সরবরাহ কৃত সেমাগ্লুটাইড ইনজেকশন (Orsema injection) ব্যবহারের সঠিক নিয়ম হলো। Orsema (Semaglutide) injection হলো একটি IM ইনজেকশন, যেটি মাংশ পেশিতে পুশ করতে হয়।
এবং প্রতি সপ্তাহে একবার নির্দিষ্ট পরিমাণ ডোজ ব্যবহার করতে হয়। Orsema injection এবং Ozempic Injection এর প্রতি Prefilled Pen এ চারটি ডোজ দেয়া যা চার সপ্তাহে চার বার ব্যবহার করতে হয়।
এই Orsema injection এবং Ozempic Prefilled Pen Injection গুলো আপনাকে ডায়াবেটিসের অধিক ঔষধ ব্যবহার থেকে বিরত থাকতে সাহায্য করবে। এবং আপনার অতিরিক্ত ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
বর্তমানে Orsema Prefilled injection এর দুইটি কন্সানট্রেশন বা দুইটি ঔষধীয় মাত্রায় পাওয়া যাচ্ছে। যেগুলো নিয়ম তান্ত্রিকভাবে ব্যবহার করা অতিব জরুরী। সাধারণত প্রথম মাসে Orsema 0.25 Injection ব্যবহার করতে হয়।
এরপর থেকে ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসা পর্যন্ত Orsema 0.5 injection ব্যবহার করতে হয়। তবে ব্যক্তিগতভাবে আপনি যদি এই ঔষধ ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।
কেননা এই ঔষধের কিছু সাইড-ইফেক্ট ও রয়েছে। যেগুলো সম্পর্কে আপনার চিকিৎসক আপনাকে অবহিত করাবেন। এবং আপনার অবস্থা বিবেচনা করে যদি আপনার সাথে ঔষধটি উপকারি মনে করেন। তাহলে আপনার ডাক্তার আপনাকে সাজেশন করতে পারেন। এবং নিরাপদ চিকিৎসা উপলব্ধ করতে পারবেন। ইনশাআল্লাহ
ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর Orsema Prefilled injection এর দাম কত?
বাংলাদেশে নিবন্ধিত ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক সেমাগ্লুটাইড ইনজেকশন Orsema Prefilled injection দুইটি ঔষধী মাত্রায় পাওয়া যায়। যা সাধারণ মানুষের হাতের নাগালের মূল্যে বাংলাদেশ ও ইন্ডিয়ার ফার্মেসী গুলোতে উপলব্ধ।
Orsema injection Price in Bangladesh
প্রি-ফিল্ড সিরিঞ্জ ওরসেমা ০.২৫ বাংলাদেশের বাজারে Orsema 0.25 injection নামে শুধুমাত্র 350 টাকা দামে পাওয়া যায়। যার ইন্টারন্যাশনাল মূল্য আনুমানিক 3$ হয়ে থাকে। এবং Orsema 0.5 Injection শুধুমাত্র ৬০০ টাকা দামে পাওয়া যায়। যেটির আন্তর্জাতিক বাজার মূল্য 5.5$ হয়ে থাকে। Source Medex.com
Read More: ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহায়ক সেরা ৩ টি প্রাকৃতিক খাবার।